এমবাপ্পেকে মেসি-নেইমারের সঙ্গ ছাড়তে মানা ফ্রান্সের প্রেসিডেন্টেরও

এমবাপ্পেকে মেসি-নেইমারের সঙ্গ ছাড়তে মানা ফ্রান্সের প্রেসিডেন্টেরও
কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে পিএসজি শিবিরে উৎকণ্ঠা। চলতি বছরের জুলাইয়ে দলটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এদিকে পিএসজি তাঁকে ধরে রাখতে চায়, অন্যদিকে রিয়াল মাদ্রিদও তাঁকে দলে ভেড়াতে চায়।

তবে দুটি দেশের রাষ্ট্রপ্রধান বিষয়টিতে হস্তক্ষেপ করায় তা আরো জটিল হয়ে উঠছে। এমবাপ্পে নামটা যখন ফুটবলে অঙ্গনে পরিচিত হয়েছে, তার আগ থেকেই এই ফুটবলারকে নিয়ে আগ্রহ ছিল রিয়ালের। ফরাসি স্ট্রাইকার তবু পিএসজি শিবিরে যোগ দিয়েছেন, কিন্তু মনে মনে ঠীকই রিয়ালে যাওয়ার ইচ্ছা পুষে রেখেছেন।

কিছুদিন আগে মুখ ফুটে তিনি বলেও ফেলেছেন। ওদিকে রিয়ালও সঠিক সময়ের অপেক্ষায় প্রহর গুণছিলো। ২০১৮ থেকে এত দিন অপেক্ষার পর এবার এমবাপ্পেকে নিজেদের ঢেরায় আনতে চায় রিয়াল।

এর মধ্যে খবর বেরিয়েছে, এমবাপ্পেকে পিএসজিতে থাকার অনুরোধ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। কাতারের আমিরও যেকোনো মূল্যে এমবাপ্পেকে প্যারিসের ক্লাবটিতে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ফরাসি সংবাদকর্মী রোমাইন মলিনা বিষয়টি নিশ্চিত করেন।

মলিনা জানিয়েছেন, মাখোঁ এখন নির্বাচনী কাজে ব্যস্ত থাকলেও তার নজর ঠীকই রয়েছে এমবাপ্পের ওপর। ফরাসি ফুটবলের ‘পোস্টার বয়’ দেশ ছেড়ে অন্য কোন ক্লাবে গিয়ে খেলুক, তা কোনোভাবেই চান না মাখোঁ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে