বাংলাদেশের অর্থনীতির ভীত অনেক গভীর: তথ্যমন্ত্রী

বাংলাদেশের অর্থনীতির ভীত অনেক গভীর: তথ্যমন্ত্রী
বাংলাদেশের অর্থনীতির ভীত অনেক গভীর উল্লেখ করেতথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের রিজার্ভ ৫২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ রিজার্ভ দিয়ে এক বছরের পণ্য কেনার সামর্থ আছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান।

বাংলাদেশ যেভাবে উন্নয়নের পথে হাঁটছে, তাতে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে পারে- অর্থনীতিবীদদের এ ধারণা প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, বাংলাদেশে যে রেমিট্যান্স আসে এবং যে রপ্তানি আয়, তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দেশের যে অভ্যন্তরীণ বাজার, সেটিও বড় বাজার।

বিদ্যুৎখাতে যে ভর্তুকি দেওয়া হচ্ছে সেটি কোনো সংকটে ফেলছে কী না- জানতে চাইলে মন্ত্রী বলেন, বিদ্যুৎখাতে তো প্রচুর ভর্তুকি দেওয়া হয়। ভর্তুকি না দিলে তো বিদ্যুতের দাম অনেক বাড়বে। সেটি তো সাধারণ মানুষের জন্য অসুবিধা হবে। সেটি বিবেচনায় রেখে বিদ্যুৎখাতে ভর্তুকি দেওয়া হচ্ছে।

র‍্যাব কর্মকর্তাদের বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা দেওয়ার এক সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্র কিন্তু সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে র‍্যাবের ভূমিকার প্রশংসা করে। সুতরাং এটি নিয়ে উভয় দেশ কাজ করছে এবং এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও কাজ চলছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু