মোংলা ইপিজেডে বড় বিনিয়োগ করবে চীনা কোম্পানি

মোংলা ইপিজেডে বড় বিনিয়োগ করবে চীনা কোম্পানি
মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ১২.৮৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে পোশাক কারখানা স্থাপন করবে চীনা প্রতিষ্ঠান মেসার্স জাইহি টেক্সটাইল টেকনোলজি বাংলাদেশ লিমিটেড। এ কারখানায় ২ হাজার ৮৯২ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) সূত্রে জানা গেছে, সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বার্ষিক ৫ মিলিয়ন পিস ওভেন এবং ২.৩ মিলিয়ন পিস নিট পোশাক উৎপাদন করবে।

উল্লেখ্য, মোংলা ইপিজেডে মেসার্স গার্মেন্টস ম্যানুফেকচার জিনলাইট বাংলাদেশ নামে তাদের আরেকটি তৈরি পোশাক প্রস্তুকারী প্রতিষ্ঠান আছে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স জাইহি টেক্সটাইল টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের মধ্যে মঙ্গলবার (৫ এপ্রিল, ২০২২) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং জাইহি টেক্সটাইল টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াং জিলাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর এবং নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি