ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত অন্তত ৪০

ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত অন্তত ৪০
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার একটি কারাগারে দাঙ্গায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন। গত শুক্রবার দেশটির পর্তুগুয়েসা রাজ্যের লস লিয়ানোস কারাগারে এ দাঙ্গার ঘটনা ঘটে।

ভেনেজুয়েলান প্রিজন অবজারভেটরি জানিয়েছে, সম্প্রতি করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে বাড়তি কড়াকড়ি আরোপ করা হয়েছে দেশটির কারাগারগুলোতে। নতুন নিয়মে স্বজনদের কাছ থেকে খাবারপ্রাপ্তি বন্ধ হয়ে যাওয়ায় অসন্তোষ দেখা দেয় বন্দীদের মধ্যে।

তবে কারা কর্তৃপক্ষের দাবি, বন্দীরা জেল পালানোর চেষ্টা করছিলেন। এ ঘটনায় কারাগারের বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীসহ গভর্নরও আহত হয়েছেন।

ভেনেজুয়েলার কারা মন্ত্রী আইরিস ভ্যারেলা গণমাধ্যমকে জানিয়েছেন, কারাগারটিতে একটা ‘ঘটনা’ ঘটেছে। তবে এতে কতজন মারা গেছেন তা নিশ্চিত করেননি তিনি।

করোনা মহামারির পাশাপাশি লাতিন আমেরিকার দেশটিতে সম্প্রতি রাজনৈতিক সংকটও শুরু হছে। বেশ কিছুদিন থেকেই প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতার লড়াই নিয়ে দ্বন্দ্ব চলছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলার অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। লাখ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে চলে যেতে বাধ্য হয়েছেন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ভেনেজুয়েলায় এ পর্যন্ত ৩৪৫ জনের শরীরে ধরা পড়েছে নভেল করোনাভাইরাস। মারা গেছেন অন্তত ১০ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না