খুলনায় বীমা মেলা ২৪ ও ২৫ জানুয়ারি

খুলনায় বীমা মেলা ২৪ ও ২৫ জানুয়ারি
এবারের বিভাগীয় বীমা মেলা অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি। খুলনা শহরের সার্কিট হাউজ সংলগ্ন মাঠে আয়োজন করা হচ্ছে এবারের বীমা মেলা। গতকাল রোববার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর ১২৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আজ সোমবার বীমা কোম্পানিগুলোকে পাঠানো কর্তৃপক্ষের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

খুলনায় অনুষ্ঠিতব্য বীমা মেলা আয়োজনে এরইমধ্যে ২৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। কমিটির সভাপতি করা হয়েছে কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাসকে। আর কর্তৃপক্ষের সদস্য বোরহান উদ্দিন আহমেদ কোষাধ্যক্ষ এবং নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ এর সদস্য সচিব। গত ১৭ ডিসেম্বর এ কমিটি গঠনের কথা জানায় আইডিআরএ।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে প্রথম বারের মতো বীমা মেলা আয়োজন করা হয় রাজধানী ঢাকায়। এরপর ২০১৭ সালে সিলেটে অনুষ্ঠিত হয় বিভাগী পর্যায়ের বীমা মেলা। সবশেষ ২০১৮ সালের বীমা মেলা অনুষ্ঠিত হয় বন্দর নগরী চট্টগ্রামে, ২০১৯ সালের মার্চে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ