অ্যাক্টিভ ফাইনের চেয়ারম্যান-এমডিকে ২০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি

অ্যাক্টিভ ফাইনের চেয়ারম্যান-এমডিকে ২০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও এমডিসহ চারজনকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রত্যেককেই পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মার্চ মাসে বিএসইসি মোট ৯২টি অনিয়মের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা (এনফোর্সমেন্ট অ্যাকশন) নিয়েছে বলে নিজস্ব ওয়েবসাইটে যে তথ্য প্রকাশ করেছে। সেখানে অ্যাক্টিভ ফাইনের চেয়ারম্যান ও এমডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরিমানার এই তথ্য পাওয়া গেছে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, মার্চ মাসে এনফোর্সমেন্ট অ্যাকশনগুলোর মধ্যে অপরাধ গুরুতর নয় বলে ৯১টি ঘটনায় সংশ্নিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুধু সতর্ক করেছে। একটিমাত্র ঘটনায় (বিএসইসির নিয়োজিত বিশেষ নিরীক্ষককে তথ্য দিয়ে সহায়তা না করার অপরাধে) তালিকাভুক্ত কোম্পানি অ্যাকটিভ ফাইন কোম্পানিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ চারজনকে পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছে।

পর্যালোচনায় দেখা গেছে, মার্চ মাসে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে, তাদের মধ্যে ব্রোকারেজ হাউসের সংখ্যাই বেশি।

এছাড়া, মার্চে যে ৯২টি অনিয়মের কারণে সতর্ক করা হয়েছে, তার মধ্যে ২০টি ২০১৩ সালের। এছাড়া ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত ৫৩টি এবং ২০২১ ও ২০২২ সালের ১৮টি। চলতি বছরে প্রথম তিন মাসে বিএসইসি মোট ২৪৫টি অপরাধের নিষ্পত্তি করেছে। এর মধ্যে ২৩৮টি ঘটনায় সংশ্নিষ্টদের সতর্ক করেছে বিএসইসি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন