রবিবার (৩ মে) রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের জপুই পাড়া থেকে তাকে উদ্ধারের পর হেলিকপ্টারে করে চট্টগ্রাম নিয়ে নেওয়া হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, গত ২৯ এপ্রিল জুম চাষের সময় উঁচু পাহাড় থেকে পড়ে গিয়ে বাঁশের আঘাতে মারাত্মক জখম হন যতীন ত্রিপুরা। দুর্গম এই এলাকায় চিকিৎসার অভাবে তাকে প্রথমে জপুই বিজিবির বিওপিতে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় বিজিবি বিষয়টি খাগড়াছড়ি সেনা রিজিয়নকে অবহিত করে। ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার নির্দেশ দেন।
রবিবার বিমানবাহিনী জহুর ঘাঁটির একটি বিশেষ হেলিকপ্টারে করে যতীন ত্রিপুরাকে প্রথমে চট্টগ্রাম সেনানিবাসে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে যতীন ত্রিপুরা সেখানে চিকিৎসাধীন আছেন।