জেসিআই ঢাকা ওয়েস্ট ও ইগনাইটের উদ্যোগে "নিজের পায়ে দাঁড়াই"

জেসিআই ঢাকা ওয়েস্ট ও ইগনাইটের উদ্যোগে "নিজের পায়ে দাঁড়াই"
দেশের সুবিধাবঞ্চিত মানুষের ক্ষমতায়নের সর্বোত্তম উদ্দেশ্য নিয়ে জেসিআই ঢাকা ওয়েস্ট এবং ইগনাইট ফাউন্ডেশন এবারের রোজার মাসে শুরু করেছে “নিজের পায়ে দাঁড়াই” নামে একটি উদ্যোগ।

জানা যায়, নিজের পায়ে দাঁড়াই একটি ব্যতিক্রমধর্মী প্রকল্প যার প্রধান দিক হচ্ছে বিভিন্ন মাধ্যমে যাকাতের টাকা সংগ্রহ করে বাছাইকৃত দরিদ্র পরিবারগুলোর মাঝে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উপকরণ বিতরণের মাধ্যমে তাদেরকে আত্মনির্ভর হিসেবে গড়ে তোলা।

এই প্রকল্পটির মাধ্যমে সেলাই মেশিন, গবাদি পশু, হ্যান্ডিক্রাফ্ট প্রশিক্ষণ, রিকশা, চায়ের দোকান ইত্যাদি প্রদান করা হবে যা তাদের উপার্জনের উৎস এবং কর্মসংস্থান তৈরি করতে সাহায্য করবে। শুধু তাই নয়, এ প্রকল্পের আওতায় থাকা সমস্ত সুবিধাভোগীকে আনুমানিক পাঁচ বছর প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে রাখা হবে। এখন পর্যন্ত সফলভাবে ঢাকা, বরিশাল, ভোলা, কুমিল্লার ছয়টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সেলাই মেশিন ও গবাদি পশু করা হয়েছে এবং এ বছর অন্তত ১৫ টি পরিবারকে এ উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এ উপলক্ষে গত মঙ্গলবার রাজধানীর ইগনাইট স্কুলে অনুষ্ঠিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ঢাকার তিনজন সুবিধাভোগীকে সেলাই মেশিন তুলে দেয়া হয়। সেখানে উপস্থিত ছিলেম জেসিআই ঢাকা ওয়েস্ট সভাপতি মুহাম্মাদ আলতামিশ নাবিল, ইগনাইট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলাম এবং প্রকল্প পরিচালক মোঃ সামিন রহমান।

নিজের পায়ে দাড়াই প্রকল্পটি সম্পর্কে আলতামিশ নাবিল জানান, যাকাত এর প্রকৃত উদ্দেশ্য একদল মানুষকে প্রকৃত উপায়ে স্বাবলম্বী করে তোলার মূলভাবনাকে মাথায় রেখে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা এসডিজি ১ দারিদ্র্য বিলোপ অর্জনের লক্ষে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এ প্রকল্পের আওতায় সারা বছর জুড়ে সর্বোচ্চ সংখ্যক মানুষকে স্বাবলম্বী করাই এ প্রকল্পের প্রকৃত লক্ষ্য।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ২৫টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট প্রাচীন ও সর্ববৃহৎ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন