সংকট কাটিয়ে জনতা ব্যাংকের সব সূচকে ঊর্ধ্বগতি

সংকট কাটিয়ে জনতা ব্যাংকের সব সূচকে ঊর্ধ্বগতি
আগের প্রায় সব সংকটকে অতিক্রম করে জনতা ব্যাংকের সব সূচক এখন ঊর্ধ্বগতি বিরাজ করছে। বিশ্লেষকদের মতে এ অবস্থা ধরে রাখতে পারলে ব্যাংকটি আগের অবস্থান ফিরে পাবে।

ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২১ সালের ব্যাংকের অনুমোদিত চূড়ান্ত আর্থিক বিবরনী অনুযায়ী অপারেটিং প্রফিট (পরিচালন মুনাফা) ১০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ২০১২ সালের পর আবার ব্যাংকটি এ অবস্থান ফিরে পেয়েছে।

এছাড়া ব্যাংকটি ৩০০ কোটি টাকার অধিক  নিট মুনাফা অর্জন করেছে। শ্রেণীকৃত ঋণ হ্রাসে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে ব্যাংকটি। গত বছরের চেয়ে শতকরা ৫ দশমিক ০৮ ভাগ হ্রাস পেয়েছে। ১৩ হাজার ৭০০ কোটি টাকা থেকে এখন ব্যাংকটির মোট শ্রেণীকৃত ঋণ ১২ হাজার ৩০০ কোটি টাকায় নেমে এসেছে। ব্যাংকটির মোট আমানত বেড়ে এখন ১ লক্ষ ২ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

এছাড়াও রপ্তানী, স্প্রেড এবং ইল্ড অব এডভান্স (ঋণ থেকে আয়) বৃদ্ধি এবং কস্ট অব ফান্ড হ্রাস পেয়েছে। এছাড়া অন্যান্য সূচকগুলোতেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। শনিবার এসব বিষয় ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন