আজ সকালে শিমুলিয়া ঘাটে দেখা গেছে, অর্ধশত ব্যক্তিগত গাড়ি ও শতাধিক পিকআপভ্যান পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে। এর আগে মোটরসাইকেলের একটি সারি দেখা গেলেও সেগুলোকে একটি ফেরিতে করে পার করা হয়েছে।
শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌপথে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পাশাপাশি ৮৫টি লঞ্চ, ১৫৪টি স্পিডবোটসহ আটটি ট্রলার রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মাহবুবর রহমান জানান, বর্তমানে মোট ১০টি ফেরি এ নৌরুটে চলাচল করছে। সকাল থেকে ১ নম্বর ঘাট দিয়ে একটি ফেরি ছেড়ে গেছে। ১ নম্বর ঘাট এলাকায় অপেক্ষায় থাকা মোটরসাইকেল, পিকআপভ্যান, মাইক্রোবাস ও ছোট যানবাহন নিয়ে ফেরি ছেড়ে যায়। বর্তমানে অর্ধশত ব্যক্তিগত গাড়ি ও শতাধিক পিকআপভ্যান পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে, ঘাটে কোনো চাপ নেই।