চাপ কমেছে শিমুলিয়া ঘাটে

চাপ কমেছে শিমুলিয়া ঘাটে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তিন দিন ধরে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় থাকলেও আজ সোমবার অনেকটাই চাপ কমেছে শিমুলিয়া ঘাটে। সকাল থেকেই ঘাটের পরিবেশ স্বাভাবিক।

আজ সকালে শিমুলিয়া ঘাটে দেখা গেছে, অর্ধশত ব্যক্তিগত গাড়ি ও শতাধিক পিকআপভ্যান পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে। এর আগে মোটরসাইকেলের একটি সারি দেখা গেলেও সেগুলোকে একটি ফেরিতে করে পার করা হয়েছে।

শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌপথে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পাশাপাশি ৮৫টি লঞ্চ, ১৫৪টি স্পিডবোটসহ আটটি ট্রলার রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মাহবুবর রহমান জানান, বর্তমানে মোট ১০টি ফেরি এ নৌরুটে চলাচল করছে। সকাল থেকে ১ নম্বর ঘাট দিয়ে একটি ফেরি ছেড়ে গেছে। ১ নম্বর ঘাট এলাকায় অপেক্ষায় থাকা মোটরসাইকেল, পিকআপভ্যান, মাইক্রোবাস ও ছোট যানবাহন নিয়ে ফেরি ছেড়ে যায়। বর্তমানে অর্ধশত ব্যক্তিগত গাড়ি ও শতাধিক পিকআপভ্যান পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে, ঘাটে কোনো চাপ নেই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু