শহরের প্রতিটি ফলের দোকানে থরে থরে সাজানো হয়েছে ভারতীয় সুন্দরী এসব আম। প্রতি কেজির দাম হাঁকা হচ্ছে ৪০০ টাকার মতো। কিনছেন মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ক্রেতারা। অনেকে ছোট ছেলেমেয়েদের আবদার রাখতে কিনছেন। সেক্ষেত্রে দরাদরিতে ৩৫০ টাকায় কেজি দেওয়া হচ্ছে। পাইকারিরা এসব আম কিনছেন ২০০-২৫০ টাকা কেজিতে।
বিসমিল্লাহ ফল ভাণ্ডারের আড়তদার বাদশা বলেন, ক্রেতার চাহিদার কারণে এসব আম এনে হিমাগারে রেখে পরবর্তী সময় বিক্রি করছি।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার বলেন, এসব অপরিপক্ব আম না খাওয়াই ভালো। এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তিনি এসব আম না কেনার পরামর্শ দেন।