কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কিয়োটো থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে স্যান্টো ডোমিঙ্গো ডি লস কলোরাডোস কারাগারে সোমবার লস লোবোস ও আর৭ গ্রুপ দুটির মধ্যে এই দাঙ্গা হয়।
পাবলিক প্রসিকিউটর টুইটারে জানান, এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি জানান, পরিস্থিতির উন্নতি হচ্ছে।
ওই কারাগারে বন্দীদের স্বজনরা কারাগারের বাইরে সমবেত হয়ে কী ঘটেছে, তা জানার চেষ্টা করছে। মারাত্মক আহতদের অ্যাম্বুলেন্সে করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।
দাঙ্গার সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করা অন্তত ১১২ জনকে ফের আটক করা হয়েছে। তবে ১০৮ জন এখনো নিখোঁজ রয়েছে।
বলিভিয়ার কারাগারে প্রায়ই দাঙ্গা হয়ে থাকে। গত সেপ্টেম্বরে এক দাঙ্গায় শতাধিক লোক নিহত হয়েছিল।
সূত্র : আল জাজিরা