অসহায়-দরিদ্রদের মাঝে জনতা ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরন

অসহায়-দরিদ্রদের মাঝে জনতা ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরন
সমাজের সুবিধা বঞ্চিত অসহায় ও দরিদ্রদের মাঝে সম্প্রতি খাদ্য সামগ্রী বিতরন করেছে জনতা ব্যাংক লিমিটেড।

নাটোর সদরের বড়হরিশপুর ও জোয়ারী এলাকায় জনতা ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল, এফসিএ, কিশোরগঞ্জ কর্পোরেট শাখায় পরিচালক মোহাম্মদ আসাদ উল্লাহ এবং বগুড়ার গাবতলীতে পরিচালক মোঃ আব্দুল মজিদ দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরন করেন।

এছাড়া ব্যাংকের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত থেকে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মনিগাঁও গ্রামে খাদ্য সামগ্রী বিতরন করেন।

রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জিএম তাপস কুমার মজুমদার, অডিট এন্ড ইন্সপেকশন ডিভিশনের জিএম মোঃ আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ একরামুল হক আকন, সিলেট বিভাগীয় কার্যালয়ের জিএম আব্দুল ওয়াদুদ, বগুড়া এরিয়ার ডিজিএম মোঃ আব্দুল আলীম খানসহ অন্যান্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ পৃথক পৃথকভাবে এসব কর্মসূচী বাস্তবায়ন করেন। ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় এসব কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন