রোগীদের জন্য ঢাকা এ্যাপোলো হসপিটালসে সরাসরি ফ্লাইট

রোগীদের জন্য ঢাকা এ্যাপোলো হসপিটালসে সরাসরি ফ্লাইট
এ্যাপোলো হসপিটালস, ইন্ডিয়া, বাংলাদেশের জন্য উন্নততর স্বাস্থ্যসেবা নিয়ে পাশে থাকার চেষ্টা করে সব সময়। চিকিৎসার জন্য ভারতে যাওয়া আরও সুবিধাজনক করতে ইন্ডিগো এয়ারলাইন্স প্রতি সপ্তাহের শনিবার ও সোমবার, ঢাকা থেকে সরাসরি হায়দ্রাবাদে ফ্লাইট চালু করেছে। সকল বাংলাদেশি রোগীর জন্য এ্যাপোলো হসপিটালস, হায়দ্রাবাদ পৌঁছানো এখন সহজ ও আরামদায়ক।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই ঘোষণার অনুষ্ঠানে এ্যাপোলো হসপিটালস, হায়দ্রাবাদ-এর ইন্টারন্যাশনাল ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মিঃ রাধে মোহন বলেন, “বাংলাদেশ থেকে আসা আমাদের রোগীরা বহু বছর ধরে এই সুবিধাজনক সরাসরি ফ্লাইট সংযোগ চেয়েছিলেন, এবং সেই চাওয়া এখন পূরণ হয়েছে। বাংলাদেশ থেকে এই সার্ভিসটি ব্যবহার করে রোগীদের এ্যাপোলো হসপিটালস, হায়দ্রাবাদ-এ পৌঁছে সবার সেরা ক্লিনিক্যাল সেবা নেওয়ার জন্য অনুরোধ করছি।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে এ্যাপোলো হসপিটালস-এর একটি এয়ারপোর্ট মেডিকেল সেন্টার রয়েছে। সেখানে বাংলাদেশ থেকে আসা রোগীদের স্বাগত জানানোর জন্য আলাদা রিসেপশন ডেস্ক রয়েছে। বিমানের মধ্যে যে-কোনো জরুরি সার্ভিস প্রদান এবং কোনো ঝামেলা ছাড়াই হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার জন্য বিশেষ অ্যাম্বুলেন্স-সহ হায়দ্রাবাদে এ্যাপোলো হসপিটালস-এর ডাক্তার এবং প্যারামেডিক স্টাফদের বিমানের মধ্যে জরুরি প্রবেশাধিকার রয়েছে।

জানা যায়, এ্যাপোলো হসপিটালস, হায়দ্রাবাদ বাংলাদেশ থেকে আসা সমস্ত রোগীকে বিনা খরচে বিমানবন্দর থেকে গেস্ট হাউস/হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করে দেয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ্যাপোলো হসপিটালস, হায়দ্রাবাদ-এ আলাদা আন্তর্জাতিক লাউঞ্জে রোগীদের বাংলা ভাষা জানা একজন দোভাষীর মাধ্যমে স্বাগত জানানো হয়। এ্যাপোলো হসপিটালস-এর সার্ভিসের মধ্যে রয়েছে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট, ওপি ইনভেস্টিগেশন্স, তৃতীয় পক্ষ ভেন্ডরের মাধ্যমে অগ্রাধিকারমূলক ভাবে সিম কার্ড এবং বৈদেশিক মুদ্রার ব্যবস্থা করে দেওয়া, ভিসা এক্সটেনশন লেটার, টিকেটিং, সিক লিভ লেটার দেওয়া ইত্যাদি।

এছাড়া, বাংলাদেশি রোগীদের জন্য একটি সূচনামূলক বিশেষ অফার হিসাবে হেলথ চেক-আপে ১০% ছাড় দিচ্ছে এ্যাপোলো হসপিটালস, হায়দ্রাবাদ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন