কোচ হয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন আফতাব

কোচ হয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন আফতাব
আন্তর্জাতিক ক্রিকেটে যতদিন খেলেছেন, দাপিয়ে বেরিয়েছেন। তবে ক্যারিয়ারটা বড় না করে দ্রুতই কোচিং পেশায় ঢুকে যান আফতাব আহমেদ। কোচ হিসেবে বেশ সাফল্যও পাচ্ছেন।

এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ থেকে পেয়েছেন কাজের প্রস্তাব। যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেট লিগের কোচ হওয়ার অফার পেয়েছেন আফতাব আহমেদ। দেশের একটি জাতীয় দৈনিকে তিনি জানিয়েছেন এই তথ্য।

ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জের কোচ ছিলেন আফতাব। তার কোচিংয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ করে দলটি। এছাড়া বাংলা টাইগার্সের কোচ হিসেবেও সুনাম কুড়িয়েছেন। এবার পেলেন যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাব।

আফতাব বলেন, ‘তারা আমাকে একটা প্রস্তাব দিয়েছেন। বর্ষা মৌসুমের কারণে জুন থেকে সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া লিগে তেমন ম্যাচও থাকে না। লিগ শেষ হয়ে গেছে, অক্টোবর থেকে শুরু হবে প্রথম শ্রেণির ক্রিকেট মৌসুম। তাই এই চার মাস আমার জন্য দেশের বাইরে কাজ করার ভালো সুযোগ।’

৩৬ বছর বয়সী বাংলাদেশের সাবেক এই হার্ডহিটার ব্যাটার যোগ করেন, ‘যুক্তরাষ্ট্রে একটি দলের মালিক বাঙালি। আমি সেই দলের নাম বলতে চাই না, যেহেতু এখনও চুক্তি হয়নি। দলটি মেজর ও মাইনর লিগ খেলে এবং তারা চার মাসের জন্য টুর্নামেন্টে দায়িত্ব পালন করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছে।’

আফতাবের ইচ্ছে, সবকিছু নিশ্চিত হলে তবেই সবাইকে জানাবেন, ‘এখনও পুরোপুরি নিশ্চিত নয় (চুক্তি), তবে আমি যাব সম্ভবত। যখন সব কিছু জানব, সবাইকে জানাব। আমার অভিজ্ঞতা বাড়বে (সেখানে গেলে)। শুনেছি আইপিএলে খেলা রভম্যান পাওয়েলের মতো অনেক ক্রিকেটার সেখানে নিয়মিত খেলে। তাদের সঙ্গে কাজ করার একটা সুযোগ হবে আমার। এই অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারা আমার জন্য ভালো হবে।’

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়