আমিরাতের নতুন প্রেসিডেন্টকে রাষ্ট্রপতির অভিনন্দন

আমিরাতের নতুন প্রেসিডেন্টকে রাষ্ট্রপতির অভিনন্দন
সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (১৫ মে) এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি হামিদ বলেন, নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার। একইসঙ্গে তা বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারিত হবে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে অগ্রগতির দিকে এগিয়ে যাবে সংযুক্ত আরব আমিরাত।

অভিনন্দন বার্তায় তিনি আমিরাতের নতুন প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।

গত শনিবার আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল দীর্ঘদিনের ডি ফ্যাক্টো এ শাসককে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন। দেশটির দীর্ঘদিনের শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর একদিন পরই তার স্থলাভিষিক্ত হন শেখ মোহাম্মদ।

শেখ খলিফার অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরে কার্যত আমিরাতের শাসনকার্য পরিচালনা করছিলেন শেখ মোহাম্মদ। এবার আনুষ্ঠানিকভাবেই প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন তিনি।

আমিরাতের প্রেসিডেন্ট ৭৩ বছর বয়সী শেখ খলিফা গত শুক্রবার মারা যান। দেশটির দ্বিতীয় এ প্রেসিডেন্ট আবুধাবিরও শাসক ছিলেন। ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে তেলসমৃদ্ধ দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা