জানা গেছে, বৃহস্পতিবার সকালে পদ্মায় পানির স্রোত তীব্র আকার ধারণ করায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মা সেতুর ১৯ ও ২০নং পিলারের মাঝ দিয়ে ফেরি চলাচল করত। তীব্র স্রোতের কারণে বুধবার (২৫) রাতে সেতুর দুই কিলোমিটার উজানে স্থাপিত দিকনির্দেশনা বয়া ভেসে গেলে ফেরি চলাচল বিঘ্নিত হয়। দুর্ঘটনা এড়াতে আজ সকাল ১০টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএর উপপরিচালক ওবায়দুল করিম বলেন, পদ্মায় পানির তীব্র স্রোতের কারণে বুধবার (২৫ মে) সেতুর দুই কিলোমিটার উজানে স্থাপিত দিকনির্দেশনা বয়া ভেসে গেলে ফেরি চলাচল বিঘ্নিত হয়। তবে দুর্ঘটনা এড়াতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।