রাজধানীর চকবাজার এবং বেগমবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এসব নকল কসমেটিকস জব্দ করা হয়।
রবিবার (১০ মে) সকালে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে নগরীর চকবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিএসটিআই’র অনুমোদন ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কসমেটিকস পণ্য নকল করে বিক্রি করায় বংশাল বেগম বাজারের ৫নং কেএম আজম লেনের কারখানার দায়িত্বপ্রাপ্ত ও পরিচালনাকারী মো. আনোয়ার হোসেন (৩৫) ও মো. নয়নকে (১৯) এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ২ ট্রাক নকল কসমেটিকস জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।
নকল কসমেটিকস এর মধ্যে রয়েছে প্যারাসুট নারিকেল তেল, প্যারাসুট বেলিফুল, নিহার আমলা, নিহার ন্যাচারাল আমলা, জবা আমলা, ডাবর ভাটিকা আমলা, কুমারিকা হেয়ার অয়েল ইত্যাদি। এছাড়া বিভিন্ন কালার ও ফ্লেভারের পারফিউমও জব্দ করা হয়েছে।