কেরানীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়াল

কেরানীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়াল
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নার্স, শিশু ও কিশোরীসহ একদিনে নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০৭ জনে দাঁড়ালো। আর এতে মৃত্যু হয়েছে আটজনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।

রোববার (১০ মে) রাত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, ৪ থেকে ৬৫ বছর বয়সী আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে কেরানীগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ বছর বয়সী একজন সিনিয়র নার্স, চার বছর বয়সী এক শিশু ও এক কিশোর রয়েছেন। বাকি দশজনের বয়স ২২ থেকে ৬৫ বছরের মধ্যে।

রোববার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন সময়ে আসা পরীক্ষার ফলাফলের মাধ্যমে একদিনে নতুন করে ওই ১৩ রোগী শনাক্ত করা হয়।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. মোবারক জানান, এ উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট