শনিবার (০৪ জুন) কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকায় দিনব্যাপী বৃক্ষরোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘প্রজেক্ট গ্রিন কক্সবাজার’র কার্যক্রমের অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেসিআই কক্সবাজারের লোকাল প্রেসিডেন্ট আবু ফারহান, জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল, জেসিআই চট্টগ্রামের লোকাল প্রেসিডেন্ট আবু বকর শাহেদ ওরফে শান, জেসিআই ঢাকা ইউনাইটেডের লোকাল প্রেসিডেন্ট মো. এজাজুল হাসান খান এবং জেসিআই ঢাকা এইসের লোকাল প্রেসিডেন্ট ফাহিম আহমেদ।
এর আগে শুক্রবার (০৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এই প্রজেক্টের উদ্বোধন করেন কক্সবাজার (আসন-৩)-এর সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটি চেয়ার খাদিজা আক্তার।
জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল বলেন, প্রজেক্টটির মাধ্যমে আমরা কক্সবাজার মেরিন ড্রাইভের সৌন্দর্যবর্ধন ও পরিবেশগত উন্নয়নের দিকের পাশাপাশি মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে চাই।
প্রজেক্টটির প্রধান সমন্বয়ক এবং জেসিআই ঢাকা এইসের লোকাল প্রেসিডেন্ট ফাহিম আহমেদ বলেন, বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধির ফলে বিশ্ব প্রবল হুমকির মুখে রয়েছে। তাই বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। সে ভাবনা থেকেই প্রজেক্ট গ্রিন কক্সবাজারের মাধ্যমে আমরা বনায়নের উদ্যোগ নিয়েছি।
জানা যায়, ৫ জুন বিশ্ব পরিবেশ উপলক্ষে প্রজেক্টির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রজেক্ট গ্রিন কক্সবাজারের আওতায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কক্সবাজারের মেরিন ড্রাইভের প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। একইসঙ্গে দেশ এবং দেশের বাইরে সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে এসে কার্বন নিঃসরণ কমানোর জন্য উদ্বুদ্ধ করা হবে।