দেশের ব্যাংকিং খাতের প্রথম সাইবার সিকিউরিটি সামিট শুরু

দেশের ব্যাংকিং খাতের প্রথম সাইবার সিকিউরিটি সামিট শুরু

বাংলাদেশে ব্যাংকিং খাতের প্রথম সাইবার সিকিউরিটি সামিট ঢাকায় শুরু হয়েছে। দেশের ৫০টিরও বেশি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ দু’দিনব্যাপী এ সামিটে অংশ গ্রহণ করছেন।


অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি) ব্যাংকারদের সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতন করতে এবং ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত হতে ‘বিল্ডিং সাইবার রেজিলিয়েন্স ফর ব্যাংকস’ শীর্ষক এই দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ১২ জুন ২০২২ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধান অতিথি হিসেবে এই সামিটের উদ্বোধন করেন।


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়, এবিবি চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংক-এর এমডি অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, এবিবি’র  ইস-চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মোঃ আতাউর রহমান প্রধান, এবিবি’র ভাইস-চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের এমডি অ্যান্ড সিইও ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং এবিবি’র সেক্রেটারি- জেনারেল ও স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি অ্যান্ড সিইও খন্দকার রাশেদ মাকসুদ উপস্থিত ছিলেন।


যেহেতু ব্যাংকগুলো আরও পেশাদার গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য ডিজিটাল সার্ভিস অধিকহারে চালু করছে, তাই সমন্বিত সাইবার নিরাপত্তা দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসাবে আবির্ভূত হয়েছে। এমডি অ্যান্ড সিইও, সিওও, সিটিও, সিআইও এবং সিআইএসও সহ ব্যাংকিং খাতের ২০০ জনের বেশি কর্মকর্তা সামিটে অংশ নিচ্ছেন।


সামিটের প্রথম দিন ১২ জুন ২০২২, অমল ভাট, পার্টনার, পিডব্লিউসি, ‘সাইবার সিকিউরিটি ট্রেন্ডস ২০২২ - এ স্মল ইনসাইট ইনটু হোয়াট উইল থ্রেটেন আস’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।


এবিবি চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেন বলেন: “ডিজিটাল ব্যাংকিংয়ের এই যুগে যেহেতু সাইবার অপরাধ বাড়ছে, তাই আমাদের অবশ্যই ঝুঁকি মোকাবেলার জন্য নিজেদের প্রস্তুত থাকতে হবে। আমরা আশা করি, এই দুই দিনের সামিটের পর অংশগ্রহণকারীরা সাইবার নিরাপত্তার বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করে নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং ভবিষ্যতের- চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত করবেন।”


তিনি আরও বলেন, “সাইবার সংকট মোকাবেলায় ধারাবাহিক নীতিগত সহায়তা ও দিকনির্দেশনার জন্য আমরা বাংলাদেশ ব্যাংক এবং সরকারি সংস্থাসমূহকে  ধন্যবাদ জানাই। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ব্যাংকিং পেশাজীবীদের সাইবার নিরাপত্তার সক্ষমতা বাড়ানোর জন্য এই ধরনের আরও উদ্যোগের পরিকল্পনা আছে এবিবি’র।” বিজ্ঞপ্তি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন