ভারতের কাছে আরো ঋণ চায় শ্রীলংকা

ভারতের কাছে আরো ঋণ চায় শ্রীলংকা
ভারতের কাছে আরো ৫০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা চেয়েছে শ্রীলংকা। মূলত জ্বালানি সংকট নিরসনেই এই  ঋন চেয়েছে শ্রীলংকা। এ সংক্রান্ত ঋণের অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ ফার্স্ট।

নিউজ ফার্স্টের প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে নেয়া আগের ২০ কোটি ডলারের জ্বালানি তেলের ট্যাংকারটি আগামীকাল বৃহস্পতিবার শ্রীলংকায় পৌঁছানোর কথা রয়েছে। এগুলো দিয়ে চাহিদা মেটাতে না পারার আশংকা করছে সরকার। এ জন্য ভারতীয় এক্সিম ব্যাংক থেকে আরো ৫০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা চেয়েছে। এ ঋণের অনুমোদনও করেছে শ্রীলংকার মন্ত্রীসভা। তবে ভারত এ ঋণ সহায়তার অনুমোদন করেছে কিনা তা স্পষ্ট নয়।

শ্রীলংকার শিক্ষামন্ত্রী সুশীল প্রেমাজয়ন্ত জানিয়েছেন, ভারতের কাছ থেকে নতুন করে ঋণ পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে জ্বালানি মন্ত্রণালয়।

এর গত মার্চের শেষ সপ্তাহে ভারতের এক্সিম ব্যাংক থেকে ৫০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা নিয়েছিল শ্রীলংকা। এরপর মে মাসে আরো ২০ কোটি ডলার ঋণ নেয় দেশটি। মার্চের ঋণ সুবিধা নেয়ার আগে বন্দর শহর ত্রিনকোমালি তেল ট্যাংক কমপ্লেক্স প্রকল্প বাস্তবায়নের জন্য ভারতীয় তেল কোম্পানির সঙ্গে চুক্তি করেছিল দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না