প্রধান অতিথির বক্তব্যে এমডি এন্ড সিইও বলেন, অতীতের সব সংকট কাটিয়ে জনতা ব্যাংক সামনে এগিয়ে যাচ্ছে। বিগত ৯ বছরের মধ্যে ২০২১ সালে জনতা ব্যাংক সর্বোচ্চ ৩০০ কোটি টাকার বেশি নীট মুনাফা অর্জন করেছে। কোভিড পরবর্তী দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সিএমএসএমই ও প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বৃদ্ধির জন্য তিনি সকল ইউনিট প্রধানদের নির্দেশ দেন। ব্যাংকের কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার উপর তিনি গুরুতারোপ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও মোঃ নূরুল আলম এফসিএমএ, এফসিএ এবং বিজনেস ডেভলপমেন্ট এন্ড ল’ ডিভিশন এর মহাব্যবস্থাপক মোঃ মফিজুল ইসলাম। ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক অরুন প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে নির্বাহী-কর্মকর্তা ও সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি