মঙ্গলবার (২১ জুন) বিকেলে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে এ দুই থানার কার্যক্রমের উদ্বোধন করা হয়। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে থানা দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানী ঢাকাসহ দেশের পূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলের সহজ যোগাযোগের জন্য নির্মিত পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করা হবে।
পরদিন ভোর থেকে এই সেতু সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ইতোমধ্যে পদ্মা সেতু দিয়ে চলাচলের টোল এবং যাত্রীবাহী বাসগুলোর ভাড়া নির্ধারণ করেছে সরকার।