মালয়েশিয়ান পাম অয়েলের দাম ১৫% কমেছে

মালয়েশিয়ান পাম অয়েলের দাম ১৫% কমেছে
মালয়েশিয়ান পাম অয়েলের দাম প্রায় ১৫ শতাংশ কমেছে চলতি সপ্তাহে। গত মার্চের মাঝামাঝির পর এবারই সর্বোচ্চ কমল পণ্যটির বাজারদর। মূলত সয়াবিন তেলের দাম কমে যাওয়া ও উৎপাদন বৃদ্ধির কারণে বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

তথ্য অনুসারে, বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সেপ্টেম্বর সরবরাহ চুক্তিতে বাজার আদর্শ পাম অয়েলের দাম ৮৮ রিঙ্গিত বা ১ দশমিক ৮৫ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৪ হাজার ৬৫৬ রিঙ্গিতে (১ হাজার ৫৮ ডলার ১৮ সেন্ট)। কার্যদিবসের শুরুতে পণ্যটির দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে গিয়েছিল। এদিকে চলতি পাম অয়েলের দাম ১৪ দশমিক ৬০ শতাংশ কমেছে। এ নিয়ে টানা তিন সপ্তাহ পণ্যটির দাম কমল।

মালয়েশিয়ান পাম অয়েল অ্যাসোসিয়েশন সম্প্রতি জানায়, ১-২০ জুন পর্যন্ত দেশটিতে পাম অয়েল উৎপাদন গত মাসের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

এদিকে ডালিয়ান এক্সচেঞ্জে সয়াবিন তেলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ৩ দশমিক ৩ শতাংশ কমেছে। যেখানে পাম অয়েলের দাম কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না