সোমবার (২৭ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন জেডটিই কর্পোরেশন বাংলাদেশ-এর হেড অব এইচআর আখতারুজ্জামান এবং ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেডটিই কর্পোরেশন বাংলাদেশ-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অ্যান অ্যান এবং এইচআর ডিরেক্টর লি জি জিয়ান।
ব্র্যাক ব্যাংক-এর পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমডি অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং খন্দকার এমদাদুল হক, ঢাকা সাউথের রিজিওনাল হেড তাহের হাসান আল মামুন, ঢাকা সাউথ রিজিওনের এরিয়া হেড তানভীর রহমান এবং হেড অব কর্পোরেট রিলেশনশিপ ইউনিট খালেদ আল ফেসানী উপস্থিত ছিলেন।