সূত্র মতে, কোম্পানিটি নর্থবাড্ডার প্রগতি স্বরণীর পার্ল ট্রেড সেন্টারে ২৯ হাজার ৭৭২ বর্গফুট ফ্লোর স্পেস কিনবে। কোম্পানিটি ঢাকার জগন্নাথপুরে এজে ট্রেড সেন্টারে ২৮ হাজার৬৭৯ বর্গফুট আরেকটি অফিস স্পেস কিনবে।
কোম্পানিটির জমি কিনতে মোট ১৫ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা ব্যয় হবে।