সূত্র জানায়, ২০১৮ সালের শেষ কার্যদিবস পুঁজিবাজারে বিনিয়োগকারী ছিল ২৭ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন। ঠিক এক বছর পর অর্থাৎ ২০১৯ সালের শেষ কার্যদিবস পুঁজিবাজারে বিনিয়োগকারী দাঁড়িয়েছে ২৫ লাখ ৭৮ হাজার ৩০১ জনে। অর্থাৎ বছরের ব্যবধানে বাজারে নতুন করে বিনিয়োগকারী কমেছে ২ লাখ ৪৯৬ জন।
২৫ লাখ ৭৮ হাজার ৩০১ জন বিনিয়োগকারীর মধ্যে পুরুষ রয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ১৮৭ জন। ২০১৮ সালের শেষ দিন পুরুষ বিনিয়োগকারী ছিল ২০ লাখ ২৭ হাজার ৫ জন জন। অর্থাৎ বছরের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারী কমেছে ১ লাখ ৪৭ হাজার ৮১৮ জন।
একই সময়ে নারী বিনিয়োগকারী ৫৩ হাজার ২৪৮ জন কমেছে। ২০১৮ সালের শেষ কার্যদিবস নারী বিনিয়োগকারী ছিল ৭ লাখ ৩৯ হাজার ২১২ জন। আর ২০১৯ সালের শেষ কার্যদিবস নারী বিনিয়োগকারী দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৯৬৪ জনে।
২০১৯ সালের শেষ কার্যদিবস কোম্পানি বিনিয়োগকারী দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫০ জন। ২০১৮ সালের শেষ কার্যদিবস কোম্পানি বিনিয়োগকারী ছিল ১২ হাজার ৫৮০টিতে। অর্থাৎ এক বছরে কোম্পানি বিনিয়োগকারী বেড়েছে ৫৭০টি।
২০১৮ সালের শেষ কার্যদিবস দেশি বিনিয়োগকারী ছিল ২৬ লাখ ২ হাজার ৫৫২ জন। ২০১৯ সালের শেষ কার্যদিবস দেশি বিনিয়োগকারী দাঁড়িয়েছে ২৪ লাখ ১৯ হাজার ৬২৮ জনে। এক বছরে দেশি বিনিয়োগকারী কমেছে ১ লাখ ৮২ লাখ ৯২৪ জন।
একই সময়ে বিদেশী বিনিয়োগকারী কমেছে ১৮ হাজার ১৪২ জনে। ২০১৮ সালে বিদেশী বিনিয়োগকারী ছিল ১ লাখ ৬৩ হাজার ৬৬৫ জন। ২০১৯ সালের শেষ কার্যদিবস বিদেশী বিনিয়োগকারী দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫২৩ জনে।