কৃষিখাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভিয়েতনাম

কৃষিখাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভিয়েতনাম
কৃষি ও মৎস্য সেক্টরে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভিয়েতনাম। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এইচ হি মি পামভিয়েত চেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের একটি সুসম্পর্ক রয়েছে। আমরা কৃষি ও মৎস্য সেক্টরে একসঙ্গে কাজ করতে চাই। এজন্য তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান।

সোমবার (১৮ জুলাই) দুপুরে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন ভিয়েতনামের রাষ্ট্রদূত।

এরআগে সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত এইচ হি মি পামভিয়েত চেন। এ সময় তিনি বলেন, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত এইচ হি মি পাম ভিয়েত চেনের স্ত্রী, রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা অ্যান, সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, বাংলাদেশ-ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মাস্তাফিজুর রহমান, পরিচালক সাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা