দোহারে একদিনে ১৬ পুলিশ সদস্যের করোনা শনাক্ত

দোহারে একদিনে ১৬ পুলিশ সদস্যের করোনা শনাক্ত
ঢাকার দোহার উপজেলায় একদিনে নতুন করে ১৬ পুলিশ সদস্য ও এক পল্লী চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দোহারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০ জনে।

রোববার (১৭ মে) রাত সাড়ে ১২টায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আক্রান্তদের মধ্যে দোহার থানার এএসআই দুজন ও কনস্টেবল রয়েছেন ১৪ জন। বাকি একজন উপজেলার ধূবলী গ্রামের এক পল্লী চিকিৎসক বলে জানান ওসি।

তিনি জানান, আক্রান্ত পুলিশ সদস্যদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তেমন কোনো লক্ষণ দেখা দেয়নি। তিন চারদিন আগে থানার দুই-তিনজন পুলিশ সদস্যের হালকা জ্বর হয়েছিল। সুস্থও হয়ে উঠেছিলেন তারা। তারপরও পরীক্ষার ফলাফলে যেহেতু ওই পুলিশ সদস্যরা সংক্রমিত হয়েছেন সেহেতু তাদের চিকিৎসার জন্য পাঠানো হবে।

ইতোমধ্যে এমপিদের সঙ্গে তাদের চিকিৎসার বিষয়ে কথা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হবে। তবে আক্রান্ত চিকিৎসকের চিকিৎসার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, নতুন আক্রান্তদের নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ জনে। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট