সম্প্রতি বাংলা একাডেমির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এ বছর সদস্য পদের জন্য মোট ১২৮ টি নাম জমা পড়ে। তারমধ্যে থেকে যাচাই বাছাই করে ৩১ জনের নাম প্রকাশ করা হয়েছে।
ভাষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, শিল্পকর্ম, সাংবাদিকতা ও সামাজিক বিজ্ঞানে বিশেষ অবদান রাখায় তিন ক্যাটাগরিতে মোট ৩১ জন নাগরিককে এ সদস্য পদ দিয়েছেন বাংলা একাডেমি।
দীর্ঘদিন ধরেই লেখালেখির সাথে জড়িত রয়েছেন যশোদা জীবন দেবনাথ। অমর একুশে বই মেলায় এ পর্যন্ত যশোদার অন্তত পাঁচটি বই প্রকাশ হয়েছে। বইগুলো পাঠক মহলে বেশ সাড়াও ফেলে। যশোদা জীবনের লেখা বইগুলো : মহানায়কের ইতিকথা, ফরিদপুরের মুক্তিযুদ্ধ, জীবন থেকে নেয়া, অপারেশন এক্স, আমার জীবনের গল্প, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন,
লেখক ড. যশোদা জীবন দেবনাথ'কে বাংলাদেশ ডিজিটাল ব্যাঙ্কিং জগতের প্রবক্তা বলা হয়ে থাকে। করোনার সময়ে নিজের জীবন নিয়ে লেখা তাঁর একটি বই পাঠকমহলে অত্যন্ত জনপ্রিয় হয়েছে।