নিহতরা হলেন- রহমান, মনির ও আল আমিন। তারা তিন ভাই রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানান বাড়ির মালিক রুহুল আমিন।
৯নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম তানজিল বলেন, গত দুই বছর যাবত তারা এখানে রয়েছেন। তবে মাঝেমধ্যে তাদেরকে মসজিদে দেখতাম, আমি বাড়ির মালিক রুহুল আমিনকে চিনি। তবে উনাদের সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই।
স্থানীয় বাসিন্দা ফয়সাল আহমেদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে আওয়াজ হলে আমরাও ঘটনাস্থলে যাই। প্রথমে আমরা দুজনকে হাসপাতালে পাঠাই। পরে ফায়ার সার্ভিস আরও একজনের মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, তাদের সঙ্গে স্থানীয়দের তেমন কোনো সম্পর্ক ছিল না। যে স্থানে তারা থাকতেন সেটি অনেকটা পরিত্যক্ত। আর ওই ভবনটি এখনো পুরোপুরি নির্মাণ হয়নি।
ফেনী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জনান, দীর্ঘ সময় ভবনের কাজ চলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে আমাদেরকে জানানো হয়। সেখানে সিসি টিভি ক্যামেরা রয়েছে। আমরা তদন্ত করছি। তবে ওই স্থান এখন নিরাপদ রয়েছে।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামুদ্দিন বলেন, নিহতরা তিনজনই ভাই বলে স্থানীয়রা জানিয়েছেন। আমরা তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।