বিশ্বনাথ থানার আক্রান্তদের মধ্যে দু’জন উপ-পরিদর্শক (এসআই) একজন ট্রাফিক বিভাগের সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) ও চারজন কনস্টেবল রয়েছেন। এ নিয়ে বিশ্বনাথ থানার ৫ জন এসআই, ২ জন এএসআই, একজন টিএসআই এবং ১২ জন কনস্টেবলসহ মোট ২০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচওসহ বিশ্বনাথে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বাথ থানার ওসি শামীম মুসা বলেন, বিশ্বনাথ থানার আরও ৭ পুলিশ সদস্যের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাতে তাকে এমন ফলাফল জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
একইদিন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) আরও এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর এ পুলিশ সদস্যের রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা বলেন, এ নিয়ে আমাদের এসএমপির দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর আগে ১৩ মে (বুধবার) সিলেট মহানগর পুলিশের ট্রাফিকের এক সার্জেন্ট (৩০) করোনাভাইরাসে আক্রান্ত হন।