মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার জার্মানির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) থেকে ঘোষণা দিয়ে এই তথ্য জানানো হয়েছে। করোনায় আক্রান্ত এসব স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৬১ জন ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন।
তবে আক্রান্ত অনেক বেশি হলেও মৃত্যুরহার তুলনামূলক কম ও সুস্থ হওয়ার হার অনেক বেশি হওয়ায় বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে জার্মানি। দেশটির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ রবার্ট কোচ ইনস্টিটিউট জানিয়েছে, আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে আনুমানি ১৯ হাজার ১০০ জন এখন সুস্থ।