আম্পানের হানা, পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত

আম্পানের হানা, পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় আম্পানের জন্য পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর সংকেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার (২০ মে) সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাস বইছে। দুর্গতদের জন্য জেলায় ৭৫৩টি আশ্রয়কেন্দ্র খালা হয়েছে। ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রগুলোয় ৩ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন মানুষ আশ্রয় নিয়েছে।

জেলা প্রশাসক তিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন জানান, ৩ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। নিরাপদে থাকার জন্য লোকজনকে সতর্ক করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে খেয়াল রাখা হচ্ছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা বশির আহম্মেদ জানান, পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আম্পান পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সন্ধ্যা নাগাদ এটি আঘাত হানতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়