আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলার ১২ জন, শাজাহানপুর উপজেলার পাঁচজন, শেরপুর উপজেলার তিনজন, গাবতলী উপজেলার দু'জন এবং কাহালু, দুপচাচিয়া ও সোনাতলা উপজেলায় একজন করে রয়েছেন।
শনিবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে বগুড়া শহরের চাষী বাজারে একটি মাছের আড়তে কর্মরত ১১ জন রয়েছেন।
তিনি আরো জানান, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ১৮৮ নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ১৬৩টির মধ্যে ২৫ জন পজিটিভ, জয়পুরহাটের ২৪টির মধ্যে চারজন পজিটিভ, সিরাজগঞ্জের একজন নেগেটিভ পাওয়া গেছে।
এ পর্যন্ত বগুড়া জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৬৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬ জন। অন্যরা চিকিৎসাধীন।