আন্তর্জাতিক সংস্থা ব্লুমবার্গের তথ্যমতে, শীতের আগাম প্রস্তুতি হিসেবে অনেক দেশ গ্যাসের মজুত রাখছে। যার ফলে খোলাবাজারে দাম বেড়ে গেছে। বুধবার পর্যন্ত এলএনজির দাম ৬০ ডলারে গিয়ে ঠেকেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর এলএনজির এটিই সর্বোচ্চ দাম।
এদিকে জ্বালানি সংকট নিরসনে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে সরকার। অপরদিকে ভর্তুকি কমাতে বাড়ানো হয়েছে তেলের দাম। এমতাবস্থায় আপাতত উচ্চমূল্যে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা বন্ধ রাখা হয়েছে। গত দুই মাসে স্পট মার্কেটে এলএনজির জন্য কোনো এলসিও করা হয়নি।