টুমরো হোল্ডিংসকে ৮১০ কোটি ডলার জরিমানা

টুমরো হোল্ডিংসকে ৮১০ কোটি ডলার জরিমানা
চীনা বংশোদ্ভূত কানাডার ধনকুবের সিয়াও জিনহুয়াকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন সাংহাইয়ের একটি আদালত। একই সঙ্গে তার টুমরো হোল্ডিংস কোম্পানিকে রেকর্ড ৫ হাজার ৫০৩ কোটি ইউয়ান (৮১০ কোটি ডলার) অর্থদণ্ড করা হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) ‘সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট কোর্ট’ এই রায় ঘোষণা করেন। সিয়াও এবং তাঁর কোম্পানির বিরুদ্ধে অবৈধভাবে জনসাধারণের আমানত আত্মসাৎ, জিম্মায় রাখা সম্পত্তি ব্যবহারে প্রতারণা, তহবিলের অবৈধ ব্যবহার ও ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।

সিয়াওকে তাঁর অপরাধের জন্য কারাদণ্ডের পাশাপাশি ৬৫ লাখ ইউয়ান অর্থদণ্ডও দিয়েছেন আদালত।

রায়ে আদালত বলেছেন, সিয়াও এবং টুমরো হোল্ডিংস ‘আর্থিক ব্যবস্থাপনা কাঠামো মারাত্মকভাবে লঙ্ঘন করেছে’ এবং ‘রাষ্ট্রীয় আর্থিক নিরাপত্তার ক্ষতিসাধন করেছে’।

আদালত আরও বলেছে, আর্থিক তদারকি এড়াতে ও অবৈধ সুবিধা পেতে সিয়াও এবং টুমরো হোল্ডিংস ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত সরকারি কর্মকর্তাদের কোম্পানির শেয়ার, আবাসন, নগদ অর্থ ও অন্যান্য সম্পদ মিলিয়ে ৬৮ কোটি ইউয়ান দিয়েছিল।

চীনে জন্মগ্রহণ করা সিয়াও দেশটির কমিউনিস্ট পার্টির প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলার জন্য পরিচিত। রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু হলে ২০১৭ সাল থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।

আর্থিক কোম্পানিগুলো সৃষ্ট ঝুঁকির প্রেক্ষাপটে চীনের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দমন অভিযানের অংশ হিসেবে এই কোম্পানির নয়টি প্রতিষ্ঠান ২০২০ সালের জুলাইতে জব্দ করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া