এসএ্যান্ডপি বিএসই সেনসেক্স সূচক ১.৭৭ শতাংশ বা ৫৯৭.১৮ পয়েন্টে বেড়ে ৩৪,৪২২.৭১ এ গিয়ে দাঁড়িয়েছে। এদিকে বিস্তৃত নিফটির সূচকটি ১০,১০৮.৩০ এ দিন শুরু করে আগের দিনের বাজার বন্ধের তুলনায় ১৮০.২৫ পয়েন্ট বেড়ে ১০,১৫৯.৩৫ এ পৌঁছেছে।
সকাল ১১ টা ৩৬ মিনিটে, সেনসেক্স ৪০০.৫৭ পয়েন্ট বা ১.১৮ শতাংশ বেশি লেনদেন করে ৩৪,২২৬.১০ পয়েন্টে পৌঁছেছে, যেখানে নিফটি ১২৭.৯০ পয়েন্ট বা ১.২৮ শতাংশ বেশি লেনদেন করে ১০,১০৭.০০ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। বুধবারের শেয়ার বাজারকে খুব কাছ থেকে লক্ষ্য করলে দেখা যাবে সেখানে মূলত ফাইনান্সিয়াল ও অটো মোবাইল সংস্থাগুলোর শেয়ারেই গতি দেখা গেছে।
ব্রিটানিয়া, বাজাজ ফিনান্স, বাজাজ ফিনজার্ভ, বেদান্ত এবং আইসিআইসিআই ব্যাংকের মতো সংস্থাগুলোর ক্ষেত্রে বেশ ভালো গতি দেখা গেছে ব্যবসায়িক বিনিয়োগে। ৪.৩১ শতাংশ থেকে ৫.০৪ শতাংশ পর্যন্ত বেশি লেনদেন হয়েছে তাদের।
এইচডিএফসি ব্যাংক (২.৩৮ শতাংশেরও বেশি), আইসিআইসিআই ব্যাংক (৪.০৭ শতাংশ) এবং অ্যাক্সিস ব্যাংক (৩.৪৪ শতাংশ) লাভের মুখ দেখায় তারা একাই সেনসেক্স সূচক বৃদ্ধিতে ২০০ পয়েন্টেরও বেশি অবদান রেখেছে। ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের শেয়ার ৭ শতাংশেরও বেশি বেড়েছে।
দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো পরিচালিত ইন্টারগ্লোব এভিয়েশন-এর শেয়ারও প্রায় ১৩ শতাংশ বেড়েছে।