দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীরা বাই ব্যাক আইন প্রণয়নের দাবি করে আসছে। এই আইন প্রণয়নের মাধ্যমে তারা ইস্যু মূল্যের নিচে নামলেই শেয়ার বাই ব্যাক করার দাবি করে আসছে। অবশেষে তাদের সেই দাবি পূরণের পথে কাজ শুরু করেছে বিএসইসি।
বিএসইসির এক কর্মকর্তার সূত্রে জানা যায়, বাই ব্যাক আইন প্রণয়নে কাজ শুরু হয়ে গেছে। আমরা কোম্পানি আইনে শুধুমাত্র বাই ব্যাক করার বিষয়টি সংযুক্ত করতে চাই। আর কখন ও কিভাবে বাই ব্যাক করতে হবে, তা বিএসইসির আইনে ঠিক করা হবে।
এই আইন প্রণয়নের মাধ্যমে শেয়ারবাজারে বড় পরিবর্তন ঘটবে বলে মনে করেন বিনিয়োগকারীরা। এর মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। এছাড়া কোন কোম্পানি মিথ্যা তথ্য দিয়ে শেয়ারবাজারে আসলে, পরবর্তীতে বিপদে পড়বে।