এখন কোভিড-১৯ সংক্রমণের জন্য গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং ব্যবহার ক্রমবর্ধমানভাবে বেড়েছে। ব্যাংকের গ্রাহকরা এখন থেকে শাখায় না যেয়েও নিজেই যে কোনো স্থান থেকে সাইন-আপ করে মিডল্যান্ড ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন ‘মিডল্যান্ড অনলাইন’ চালু করতে পারবেন।
মঙ্গলবার মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, স্ব-নিবন্ধকরণ প্রক্রিয়াটির মাধ্যমে গ্রাহকরা এই লিংকে ibanking.midlandbankbd.net যেয়ে কয়েক মিনিটের মধ্যেই কয়েকটি সাধারণ ধাপ সম্পন্ন করে ‘মিডল্যান্ড অনলাইন’ - ইন্টারনেট ব্যাংকিংয়ে লগইন করতে পারবেন।
নিরাপত্তা নিশ্চিত করতে এসএমএস এবং ইমেইলে এ টু-ফ্যাক্টর আথেনটিকেসনের মাধ্যমে যাচাই করা হয়। করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে এখন দেশব্যাপী লকডাউন চলাকালীন সময়ে যারা বাড়িতে থেকে ব্যাংকিং করা পছন্দ করেন, এই পরিষেবাটি তাদেরকে অনেক উপকৃত করবে।
গ্রাহকরা ‘মিডল্যান্ড অনলাইন’ - ইন্টারনেট ব্যাংকিংয়ে লগইন করে মিডল্যান্ড ব্যাংক এবং অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে রিয়েল-টাইমে টাকা স্থানান্তর করতে পারবেন। মিডল্যান্ড ব্যাংকসহ অন্যান্য ব্যাংক ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন। ইউটিলিটি বিল পরিশোধ এবং মোবাইল রিচার্জ করতে পারবেন। তারা রিয়েল-টাইম অ্যাকাউন্ট ব্যালেন্স অনুসন্ধান, অ্যাকাউন্টের বিবরণী, চেক বইয়ের অনুরোধ করতে পারবেন। এফডিআর এবং আমানত প্রকল্পের বিবরণ এবং ফিক্সড ডিপোজিট একাউন্ট ও ডিপিএস একাউন্ট খুলতে পারেন। এ ছাড়া মিডল্যান্ডের অনলাইনের মাধ্যমে যে কোনো বিকাশ নম্বরে ফান্ড ট্রান্সফারও করা যাবে।
এই সেবাটি উদ্বোধন করে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান বলেন, মিডল্যান্ড ব্যাংক ডিজিটাল ব্যাংকিং সমাধানের ক্ষেত্রে সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করে। আমরা বিশ্বাস করি ডিজিটাল ব্যাংকিং হলো ভবিষ্যতের ব্যাংকিং, যেহেতেু গ্রাহকরা এখন ঘরে বসেই ২৪/৭ ভিত্তিতে ব্যাংকিং করতে চান।