২০-২১ এর বাজেটের আকার পাঁচ লাখ ৫৮ হাজার কোটি টাকার মতো। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার দ্বিতীয় বাজেট উপস্থাপন করবেন এবার। যদিও গতবার অসুস্থতার কারণে বাজেটের সিংহভাগ প্রধানমন্ত্রী উপস্থাপন করেন। দেশের ইতিহাসে ৪৯তম বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট এটি।
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মাত্র ১১ জন সদস্য অংশ নিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিবসহ প্রায় সমানসংখ্যক সিনিয়র সচিব/সচিব অংশ নেন।