8194460 ঢাকা ইপিজেডে ৩৯ মিলিয়ন ডলার বিনিয়োগ - OrthosSongbad Archive

ঢাকা ইপিজেডে ৩৯ মিলিয়ন ডলার বিনিয়োগ

ঢাকা ইপিজেডে ৩৯ মিলিয়ন ডলার বিনিয়োগ

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) নিট কম্পোজিট টেক্সটাইল কারখানায় ৩৮ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার বা দেশি টাকায় প্রায় ৩৭০ কোটি টাকা বিনিয়োগ করবে বাংলাদেশি কোম্পানি মেসার্স ট্রেন্ডি টেক্সটাইলস লিমিটেড। এতে ২ হাজার ৯৯৩ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) সূত্রে জানা গেছে।





মঙ্গলবার (২৩ আগস্ট) এ বিষয়ে বেপজার সঙ্গে উদ্যোক্তা প্রতিষ্ঠানটির একটি চুক্তি হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং মেসার্স ট্রেন্ডি টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাফিস মুনতাসির খান ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।





সূত্র জানায়, প্রতিষ্ঠানটি বার্ষিক ১৫ মিলিয়ন পিস টি-শার্ট, ট্যাঙ্ক-টপ, পোলো শার্ট, সোয়েট শার্ট, কটন ও সিভিসি ফ্লিস জ্যাকেট ও ট্রাউজার, হুডি জ্যাকেট, ফ্যান্সি লেডিস ও চিলড্রেন ওয়্যার এবং স্পোর্টস ওয়্যার উৎপাদন করবে।





ঢাকা ইপিজেডের একটি বন্ধ কারখানা নিলাম প্রক্রিয়ায় বিক্রির মাধ্যমে পুনরায় নতুন মালিকানায় পরিচালনার লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হলো।





চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান