সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোহাম্মদ আলী মিয়া

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোহাম্মদ আলী মিয়া

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোহাম্মদ আলী মিয়া। গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।





তিনি বলেন, ডিআইজি জামিল আহমদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন সিআইডি প্রধান। তার যোগদান উপলক্ষ্যে সিআইডির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এরপর সিআইডি প্রধান অফিসারদের সাথে পরিচিতি সভায় অংশগ্রহণ করে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।





গত ১৬ আগস্ট অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়াকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। ওইদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়।





এর আগে মোহাম্মদ আলী মিয়া ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্ব পালন করেছেন। মেধাবী এই পুলিশ কর্মকর্তা বিসিএস ১৫তম ব্যাচের সদস্য। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।





মোহাম্মদ আলী মিয়া ডিআইজি হিসেবে পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, হবিগঞ্জ ও মানিকগঞ্জের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।





এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ সিআইড’র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা ।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু