করোনা থেকে সুরক্ষায় ব্লিচ ব্যবহার বিপজ্জনক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা থেকে সুরক্ষায় ব্লিচ ব্যবহার বিপজ্জনক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য ব্লিচ ব্যবহার করা নিয়ে সতর্কতার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলেছে, ব্লিচ বা অন্য জীবাণুনাশক শরীরে ছিটানো বা ব্যবহার করার ফলে কোভিড-১৯ এর সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যাবে না এবং তা বিপজ্জনক হতে পারে।

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে অনেক স্থানেই ব্লিচ (বাজারে ব্লিচ ক্লোটেক, ক্লোরক্স ও ক্লোবেক্স) ব্যবহার করে জীবাণুনাশক দ্রবণ মানুষের দেহে এবং বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে স্প্রে করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সতর্ক বার্তায় আরও বলা হয়েছে, কোনও অবস্থাতেই ব্লিচ বা অন্য ধরনের জীবাণুনাশক শরীরে স্প্রে বা ব্যবহার করা যাবে না। এসব উপাদান শরীরে প্রবেশ করলে তা বিষাক্ত হতে পারে। এতে জ্বালাসহ চোখ ও ত্বকে ক্ষতি হতে পারে।

ডব্লিউএইচও বলেছে, ব্লিচ ও জীবাণুনাশক সতর্কতার সঙ্গে বস্তুর উপরিভাগ (সারফেস) জীবাণুনাশক করার জন্য ব্যবহার করা যেতে পারে। কিন্তু কোনও অবস্থাতেই মানুষের ত্বকে ব্যবহার করা যাবে না।

এছাড়া ক্লোরিন, ব্লিচ ও অন্যান্য জীবাণুনাশক শিশুদের নাগালের বাইরে রাখতে হবে বলে জানিয়েছে ডব্লিউএইচও।
সতর্কবার্তায় ডব্লিউএইচও জানিয়েছে, মেথানল, ইথানল বা ব্লিচ পান করলে করোনা থেকে রোগমুক্তি হয় না এবং তা ভয়াবহ বিপজ্জনক হতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না