বাংলাদেশ ফাইন্যান্সকে বিআইবিএম কর্তৃক স্বীকৃতি প্রদান

বাংলাদেশ ব্যাংক কর্তৃক টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়ার পর এবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে এ স্বীকৃতি দেওয়া হলো বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডকে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ এ পুরস্কার গ্রহণ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (২৮ আগস্ট) ঢাকার মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে আয়োজিত সাস্টেটেইন্যাবিলিটি রেটিংপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেন জার্মান ডেভোলপমেন্ট কো-অপারেশন হেড ফ্লোরিয়ান হোলেন ও বিআইবিএমের মহা-পরিচালক ড. মো. আক্তারুজ্জামান।

অনুষ্ঠানটির সহ-আয়োজক প্রতিষ্ঠান হিসেবে ছিলো দ্য জার্মান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন বা জিআইজেড বাংলাদেশ।



বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি খাতের সেরা ১০ ব্যাংককে এবং সেরা পাঁচ আর্থিক প্রতিষ্ঠাকে টেকসই মানের স্বীকৃতি দেয়া হয়। টেকসই কোর ব্যাংকিং সূচকের মধ্যে প্রতিষ্ঠানের ঋণের মান, মূলধন পরিস্থিতি, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে বিবেচনায় নিয়ে গত ৩০ জুন বাংলাদেশ ব্যাংক এ পুরস্কার দেয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের বিবেচনাকে নিয়ামক ধরে পুরস্কার দেয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভোলপমেন্ট-আইসিসিসিএডি এর পরিচালক ড. সেলিমুল হক, বাংলাদেশ ব্যাংক এর সাস্টেইন্যাবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক খন্দকার মোর্শেদ মিল্লাত, জিআইজেড বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ফিরদাউস আরা হোসেন, বাংলাদেশ সরকারের আর্থিক সম্পর্ক বিভাগের ডেপুটি সেক্রেটারি এস.এম মাহবুব আলম, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভোলপমেন্ট-বিল্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, বিআইবিএম এর অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবীব, বাংলাদেশ ফাইন্যান্সের হেড অব সাস্টেইন্যাবল ফাইন্যান্স মো. কোহিনুর হোসেনসহ অন্যরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন