ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, বৈশ্বিক মহামারি করোনার কারণে উভয় দেশে লকডাউন ঘোষণা করায় গত ২৪ মার্চ থেকে এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর গত ১ জুন সাতক্ষীরার জেলা প্রশাসনসহ কাস্টমস্ ও বন্দর কর্তৃপক্ষ এবং সিএন্ডএফ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় স্বাস্থ্য বিধি মেনে ২ জুন থেকে আমদানি রফতানি কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়।
এ জন্য ভারতীয় ঘোজা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে বন্দরের কার্যক্রম চালুর জন্য লিখিতভাবে চিঠিও পাঠানো হয়। কিন্তু সে দেশের (ভারতীয়দের) কিছু জটিলতার কারণে এত দিন আমাদানি-রফতানি শুরু হয়নি। তবে তাদের জটিলতা শেষ হওয়ায় ২ মাস ২৬ দিন পর শনিবার বিকালে ঘোজা জিরো পয়েন্ট থেকে আমাদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।