চাঁদপুরে ৫৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

চাঁদপুরে ৫৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
চাঁদপুরে শনিবার (২০ জুন) পর্যন্ত ৫৪ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ও উপ-পরিদর্শক (এসআই), ১২ জন এসআই, পাঁচ জন এএসআই (উপ-সহকারী পরিদর্শকক) এবং ৩৫ জন কনস্টেবল রয়েছেন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে অন্তত ১২ জন সুস্থ হয়েছেন।

চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে শনিবার একদিনেই চাঁদপুর জেলা পুলিশের ১৫ জন করোনা পজিটিভ হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই চাঁদপুর পুলিশ লাইনসের।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, নতুন করে করোনা পজিটিভ হওয়া ১৫ জন পুলিশ সদস্যের বেশিরভাগই পুলিশ লাইনসের। তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হচ্ছে।

চাঁদপুর মডেল থানার ওসি জানান, দেড়মাস আগে থানার আট জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে তারা সুস্থ হয়েছেন। বর্তমানে তারা ডিউটি করছে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান জানান, দেশের এই সংকটময় মুহূর্তে পুলিশ মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। যখন মাঠে কেউ থাকে না তখন পুলিশের উপস্থিতি থাকে। সব সময় ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট