মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত এক

মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত এক
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত একজনের মৃত্যু হয়েছে। আশেপাশের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সৃষ্টি হয়েছে সুনামি।

মঙ্গলবার সকালের দিকে দক্ষিণাঞ্চলীয় ওয়াক্সাকা রাজ্যে এ ভূমিকম্প হয়। এতে একজনের মৃত্যুর খবর জানিয়েছেন রাজ্য গভর্নর আলেজান্দ্রো মুরাত।

ভূমিকম্পের পরই ওয়াক্সাকা উপকূলে সুনামি দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির ভূতাত্বিক জরিপ বিভাগ। কাছাকাছি একটি শহরের সৈকতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২ ফুট বেড়েছে। উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে মেক্সিকোর নাগরিক সুরক্ষা সংস্থা।

ওয়াক্সাকার এ ভুমিকম্পে প্রকম্পিত হয়েছে ৪শ’ মাইলের বেশি দূরের মেক্সিকো সিটিও। ভূমিকম্পের ফলে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং মধ্য ও দক্ষিণ আমেরিকায় সুনামির আশঙ্কা করা হচ্ছে।

মেক্সিকো উপকূলে ১ মিটার (৩.২৮ ফুট) উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক এন্ড অ্যাটমোসফেরিক এডমিনস্ট্রেশন।

৭ মাত্রার বেশি ভূমিকম্পগুলো ব্যাপক ধ্বংসাত্মক হয়ে থাকে। ফলে এরকম তীব্রতার কম্পনে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে।

২০১৭ সালে মেক্সিকোর মধ্যাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে রাজধানী ও আশেপাশের এলাকায় অন্তত ৩৫৫ জনের প্রাণহানি হয়েছিল।

এবারের ভূমিকম্পের উৎস ছিল প্রশান্ত মহাসাগরীয় সান পেদ্রো পচুতলা শহর থেকে ৬৯ কিলোমিটার উত্তরপূর্বে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তবে স্যোশাল মিডিয়া বার্তায় প্রেসিডেন্ট বলেন, কর্মকর্তারা ভূমিকম্পে ভূমিধসে একজনের মৃত্যু এবং অরেকজন আহত হওয়ার খবর জানিয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না