মেক্সিকোয় একদিনে আক্রান্ত প্রায় সাড়ে ৫ হাজার

মেক্সিকোয় একদিনে আক্রান্ত প্রায় সাড়ে ৫ হাজার
ব্রাজিল, চিলি, পেরুর মতো লাতিন আমেরিকার আরেক দেশ মেক্সিকোতেও হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যায় বিশ্বের মধ্যে ১১তম অবস্থানে উঠে এসেছে দেশটি।

গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে প্রায় পাঁচ হাজার, মারা গেছে সাতশ’রও বেশি।

মেক্সিকোর স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫ হাজার ৪৪১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ২৯২ জন।

মেক্সিকোতে করোনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৫ হাজার ৭৭৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই মারা গেছেন ৭১৯ জন।

আক্রান্ত-মৃত্যুর হার বেশি হলেও অনেক দেশের তুলনায় সুস্থতার হারে বেশ এগিয়ে মেক্সিকো। ইতোমধ্যেই দেশটিতে প্রায় ১ লাখ ২০ হাজারের বেশি করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ইউরোপ-যুক্তরাষ্ট্রের পর বিশ্বে করোনা সংক্রমণের নতুন কেন্দ্র হয়ে উঠেছে লাতিন আমেরিকা। তুলনামূলক অনেক পরে সংক্রমণ শুরু হলেও এসব দেশে গত কয়েক সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। মেক্সিকোতে সরকারি হিসাবের চেয়ে প্রকৃত আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বেশি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না